আব্দুর রহমান, আলীকদম ।
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় “চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও জেকো ফাউন্ডেশন কানাডা” লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি এবং খুলশী ক্লাবের আয়োজনে সম্পুর্ন বিনামূল্যে দিনব্যাপী চক্ষুরোগীদের সেবা দেয়া হয়েছে। দিনব্যাপী এ চিকিৎসা সেবার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির সভাপতি লায়ন্স মোসলেহ উদ্দিন আহমেদ অপু।
উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়ন চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতো দেয়া হয় চোখে নানান রোগে আক্রান্ত মানুষকে চোখ পরীক্ষা, চশমা, ড্রপ ও প্রয়োজনীয় ওষুধ। এছাড়া চোখের অপারেশনের জন্য প্রাথমিকভাবে ৩৭ জন নারী পুরুষ মনোনীত করেন চিকিৎসকেরা।
এ সময় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও জেকো ফাউন্ডেশন কানাডা” লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটি এবং খুলশী ক্লাবের উদ্যোগে সেলাই মিশিং, নারকেল গাছের চারা,আমড়া,আম,আমলকী, নিম,সুপারি, জলপাই গাছের চারা বিতরণ করা হয়।
চট্টগ্রাম লায়ন্সরা বলেন, চোখের ব্যায় বহুল চিকিৎসা দেয়া ছাড়াও হতদরিদ্র মানুষদেরকে শীতবস্ত্র, শিক্ষা সামগ্রীসহ নানান ধরনের সহযোগিতা করছেন এই সংগঠনটি। চট্টগ্রামের মেহেদী বাগের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক, লায়ন্স সাইফুদ্দিন জালালির সার্বিক অনুপ্রেরণায় পাহাড়ি জনপদ আলীকদমের গরিব জনগোষ্ঠী বিগত কয়েক বছর ধরে এই সেবা পাচ্ছেন।
এ চিকিৎসা সেবা কার্যক্রমে সার্বিক ভাবে সহযোগিতা করেছে যুব রেড ক্রিসেন্ট আলীকদম উপজেলা ইউনিট ও চৈক্ষ্যং ইউনিয়ন ইউনিটের যুব রেড ক্রিসেন্ট সদস্যরা। চিকিৎসা কার্যক্রমে ছিলেন, লায়ন্স ইন্টার ন্যাশনাল জেলা-৩১৫ বি-৪ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লায়ন্স আবু মুর্শেদ, লায়ন্স মোঃ ইউসুফ চৌধুরী, চেয়ারপার্সন লায়ন্স মোহাম্মদ হোসেন রানা, লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন স্টার প্রেসিডেন্ট লিও ডাঃ সৌমেন তালুকদার,ডাঃ শুভ চক্রবর্তী, আকলিমা আক্তার, রাকিব হোছেন, নাঈম উদ্দিন, জসিম উদ্দিনসহ প্রমুখ।
এই কার্যক্রমে আলীকদম উপজেলার বিভিন্ন এলাকার পাহাড়ি বাঙালি মিলে প্রায় ৩০০ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়। এর মধ্যে নারীদের সংখ্যা বেশি ছিল। নারী পুরুষ মিলিয়ে ৩৭ জনকে অপারেশনের জন্য মনোনীত করা হয়।
এই সময়ে উদ্যােক্তা ও সমন্বয়ক হিসেবে ছিলেন, পাবলিক ডোনার সদস্য আবদুর রহমান । এসময় চৈক্ষ্যং স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও সহকারী শিক্ষক সেলিমুল ইসলাম সেবা কর্যক্রম তদারকি করেন।
চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল কর্তৃক সমাজে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে দীর্ঘদিন ধরে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করে চলছেন। এই ধারাবাহিকতায় পার্বত্য আলীকদমের দুর্গম গ্রামে লায়ন্সের এই মহতি সেবা অব্যাহত আছে বলে জানান লায়ন্স মোসলেহ উদ্দিন আহমেদ অপু।