মো. নুরুল করিম আরমান |
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করেছে বান্দরবান জেলার আলীকদম সেনাবাহিনীর ৩১ বীর। বৃহস্পতিবার দুপুরে সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্স ছাত্র-ছাত্রীদের খাবার বিল বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়। একই সময় জোন সদরের আওতাধীন পানবাজার এলাকার খ্রীষ্টফার ত্রিপুরাকে তার সন্তানের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা তাৎক্ষণিক অনুদান প্রদান করেন সেনাবাহিনী। আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি এসব অনুদানের অর্থ প্রতিষ্টান প্রধানদের হাতে তুলে দেন। এ সময় জোন কমান্ডার লে. কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম বলেন, সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে। সেই সাথে জোনের আওতাধীন সকল ক্যাম্প এলাকার অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান সহ উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। অনুদান প্রদানের সময় সেনাবাহিনীর জোনাল স্টাফ অফিসার মেজর মো. পাভেল মাহমুদ রাসেল উপস্থিত ছিলেন।