লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে সাত লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলার ১নং সদর ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২:৩০টা থেকে ২:০০টা পর্যন্ত আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মন্জুর আলম ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। অভিযানে আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন মোঃ হিবরুল উম্মা হামীমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল এবং থানা পুলিশ সহায়তা প্রদান করেন।
অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘন করে স্ক্যাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে আবু হানিফ নামে এক যুবককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাটি পরিবহনে যুক্ত ৫টি ডাম্পার মালিকদের ৫০ হাজার টাকা করে মোট ২.৫ লক্ষ টাকা এবং ৩টি স্ক্যাভেটরের মালিকদের ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা।অভিযান শেষে মাটি ভর্তি ৫টি ট্রাক এবং ৩টি স্ক্যাভেটর জব্দ করে আলীকদম থানা হেফাজতে রাখা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে জব্দকৃত যানবাহন ও সরঞ্জামগুলো অবমুক্ত করা হবে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মন্জুর আলম বলেন, পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাহাড় কাটা ও মাটি উত্তোলন রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত