1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সারসহ আটক ১০ পাচারকারী থানচির দুর্গম পাহাড়ি এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ বান্দরবানে শতাধিক শিক্ষার্থীরা পেলেন এপেক্স ক্লাব’র শিক্ষা উপকরণ লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক খাগড়াছড়িতে অপহরণের ৭ দিন পর চবি’র ৫ শিক্ষার্থী মুক্ত

আলীকদমে মুরুং প্রতিনিধিদের সাথে জোন কমান্ডারের মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে
আলীকদম  প্রতিনিধি ।
বান্দরবান জেলার আলীকদম উপজেলায়  বন্ধুত্ব ও ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় রেখে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের  লক্ষে  মুরুং সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনীর ৩১ বীরের জোন কমান্ডার লে. কর্নেল মো. সাব্বির হাসান, পিএসসি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার  দিকে জোন ক্যান্টিন সংলগ্ন কনফারেন্স হল রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় জোনের উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম পিএসসি ও জোনাল স্টাফ অফিসার মেজর আজিজুল হাকিম প্রিন্স উপস্থিত  ছিলেন।
মতবিনিময়কালে জোন কমান্ডার লে. কর্নেল মো. সাব্বির হাসান পিএসসি বলেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে মিয়ানমার থেকে অবৈধভাবে গরু পাচার, মাদক ইয়াবা, বিদেশি মদ, গাঁজা ও সিগারেটসহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসছে। এতে এ অঞ্চলের যুবসমাজ অর্থের লোভে পড়ে জড়িয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে। যা দেশের যুবসমাজকে বিপথগামী করে দিচ্ছে। এতে সমাজের শিষ্টাচার এবং পারিবারিক কলহ সৃষ্টি হচ্ছে সাথে অপহরণের ঘটনা ঘটছে। এতে হয়রানির শিকার হচ্ছে উপজেলার সাধারণ মানুষ।

জোন কমান্ডার আরও বলেন, দুর্গম পাহাড়ি এলাকার অসহায়, হত দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুরুং সম্প্রদায়ের জনসাধারণকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য দিক নির্দেশনা প্রদানও  করেন তিনি।

মতবিনিময়ে মুরুং সম্প্রদায়ের প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ইউএনডিপি পরিচালিত প্রাইমারি স্কুলগুলো জাতীয়করণ করা হয়। এই ইউএনডিপির স্কুলগুলোর শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত না থেকে মাসের পর মাস বেতন ভাতা উত্তোলন করছেন। জাতীয়করণকৃত স্কুলের শিক্ষকরা যদি দুর্গম এলাকায় নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করেন, তাহলে দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন হবে।

এ সময় কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রো জানান, সদ্য জাতীয়করণ ইউএনডিপির স্কুলগুলোর শিক্ষকরা বিশেষ করে দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৪,৫,৬, ও ৭,৮,৯নং ওয়ার্ডের বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করেন না। তারা কাগজ কলমে অফিস ঠিক রেখে, প্রতিমাসে বেতন ভাতা উত্তোলন করে নিচ্ছেন কিন্তু আমাদের সন্তানরা সঠিক শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে।

মতবিনিময় শেষে  মুরুং সম্প্রদায়ের ৬০ প্রতিনিধির মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করেন- আলীকদম  সেনাবাহিনীর ৩১ বীরের জোন কমান্ডার মো. সাব্বির হাসান পিএসসি। শুভেচ্ছা উপহার হিসেবে প্রতি জনকে চিনি, আটা, চা পাতা এবং লবণ দেওয়া হয় |

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট