
আলীকদম প্রতিনিধি।
বান্দরবান জেলার আলীকদম উপজেলার নয়াপাড়ায় ম্রো জনগোষ্ঠীর ওপর জাফর আলম ও তার সহযোগী কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে আলীকদম উপজেলা পরিষদ চত্বরে ‘আলীকদমের সর্বস্তরের সচেতন জনসাধারণ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে পাঁচ শতাধিক নারী-পুরুষ স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি আগামী ৭২ ঘণ্টার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।