আলীকদম প্রতিনিধি।
আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব ওবায়দুল হাকিমের উপর সন্ত্রাসী কায়দায় সংঘটিত ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এ ঘটনায় প্রাক্তন শিক্ষার্থীরা গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টায় আলীকদম প্রেসক্লাবের সামনে আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আয়োজকরা বলেন, একজন শিক্ষকের উপর এমন হামলা ব্যক্তিগত আঘাতের চেয়েও বেশি, এটি সামগ্রিক শিক্ষা পরিবেশের প্রতি হুমকি।
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরবর্তীতে মানববন্ধন শেষে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়—
“ওবায়দুল হাকিম স্যারের উপর তাঁর নিজ বাসভবনে স্বামীকায়দায় ন্যাক্কারজনক হামলা সংঘটিত হয়েছে। একজন শিক্ষক সমাজের বাতিঘর ও নৈতিকতার প্রতীক। তাঁর উপর বর্বর হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি নয়, বরং সমগ্র শিক্ষা ব্যবস্থার জন্য একটি অশনিসংকেত। এই ঘটনার মাধ্যমে সন্ত্রাসীরা আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করেছে।”
স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়—
১. হামলার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা;
২. হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা;
৩. শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ;
৪. ভুক্তভোগী শিক্ষক ও তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
স্মারকলিপিতে প্রাক্তন শিক্ষার্থীরা আরও বলেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে এ ধরনের ঘটনা প্রতিরোধ ও শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত