আব্দুর রহমান, আলীকদম|
বান্দরবান আলীকদম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ত্রান বিতরণ উদ্ভোধন করেন, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোঃ সোয়াইব। প্রতিটি পরিবারের মাঝে ত্রাণ হিসেবে দেওয়া হয় চাল, ডাল, তেল, চিনি, আলু, পেঁয়াজ – রশুন, মশলাসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু দুংড়িমং মার্মা, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন এমএ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাস, সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন, চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উইলিয়াম মার্মা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমর রঞ্জন বড়ুয়াসহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নয়াপাড়া ইউনিয়নের রোয়াম্ভুসহ তিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১২শত প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়।
উল্লেখ্য, বন্যা কবলিত আলীকদম উপজেলায় সদর ইউনিয়নের বাজার পাড়া, চিউনিপাড়া, আমতলী। চৈক্ষ্যং ইউনিয়নের মংচিং হেডম্যান পাড়া শিবাতলী পাড়া আবুল কাশেম পাড়া ফুটের ঝিরি থোয়াইছিং হেডম্যান পাড়া।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত