নিজস্ব প্রতিবেদক ।
পাহাড় কন্যা বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম ও সমতলের সংবাদ সংগ্রহের কাজ করে যাচ্ছেন, সাংবাদিক এস এম জিয়াউদ্দিন জুয়েল। তিনি জন্মসূত্রে পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা। ছাত্রবস্থা থেকেই তিনি বিভিন্ন ধরনের লেখালেখিতে জড়িত। উপজেলায় রয়েছে আকাশ চুম্বী গিরিশিখর, ঝর্ণা, জলপ্রপাত, ঘন সবুজ অরণ্য, খরস্রোতা নদ-নদী, রহস্যময় আলীর সুড়ঙ্গ- গিরিপথ ইত্যাদি সমাহার। মায়াবী প্রকৃতির মোহনীয় সাজে সজ্জিত পার্বত্য জনপদের প্রতিটি খবর যেন নিখুঁতভাবে পাঠকের সামনে তুলে ধরেন স্থানীয় ও জাতীয় পত্রিকার মাধ্যমে। ২০০৮ খ্রিস্টাব্দে যুক্ত হন সংবাদ সংগ্রহের কাজে। উপজেলার সার্বিক চালচিত্র সংবাদ মাধ্যমে তুলে ধরতে বর্তমানেও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এস এম জিয়াউদ্দিন জুয়েল। বর্তমানে তিনি আঞ্চলিক ও জাতীয় দৈনিক পত্রিকা কর্মরত আছেন। এছাড়া তিনি আলীকদম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এস এম জিয়াউদ্দিন জুয়েল মরহুম নুরুল ইসলাম স্মৃতি সংসদের সভাপতি দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন ধর্মীয়, সমাজকল্যাণমূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।
এদিকে আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ বলেন, এস এম জিয়াউদ্দিন জুয়েলকে আমি ব্যক্তিগতভাবে চিনি। দীর্ঘদিন ধরে তিনি উপজেলায় মাঠ সাংবাদিকতায় যুক্ত হয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করছেন। একজন তরুণ মফস্বল প্রতিনিধি হিসেবে তার কর্ম দক্ষতা প্রশংসনীয়। বর্তমানে তিনি আলীকদম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন। তার ভবিষ্যৎ জীবন যেন আরো সুন্দর ও গতিময় হয় এই আশা ব্যক্ত করছি।