আব্দুর রহমান, আলীকদম |
এই বর্ষা মৌসুমে অপরূপ সৌন্দর্য্যের ভরপুর সবুজ অরণ্য ঘেরা পাহাড়ি ঝর্ণা আলীকদম উপজেলায়। সেই সৌন্দর্য কাছ থেকে দেখতে উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সংলগ্ন দোছড়ি সাইংপ্রা ঝর্ণায় ২৫ জন সদস্য বিশিষ্ট পর্যটকের ১টি টিম ভ্রমণে উদ্দেশ্যে যায় সেখানে । এদের মধ্যে মোহাম্মদ আতাহার ইসরাক রাফি নামের এক পর্যটক হঠাৎ অসাবধানতা বশতঃ পাথরের ঝর্ণা হতে নিচে পড়ে গিয়ে মাথা ফেটে গুরুতর আহত অবস্থায় মৃত্যুবরণ করে বলে জানা যায়। শনিবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে মারা গেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার তবিদুর রহমান। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ জনের ওই দলটির মধ্যে ২১ জন ঢাকার পর্যটক ও চারজন স্থানীয় গাইড ছিল। পাঁচ দিন আগে তারা ঢাকা থেকে ভ্রমণ শুরু করেন। তারা ১০ তারিখ আলীকদমে যান। পরে ১১ তারিখ আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকার সাইংপ্রা ঝর্ণা দেখতে যান। সেখানেই আটকে পড়েন তারা। এ অবস্থায় সেখানে অবস্থানকালে ঝর্ণার নিচে পাথর থেকে পড়ে শনিবার মারা যান মোহাম্মদ রাফি নামের এক পর্যটক। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়। রবিবার (১৩ আগষ্ট) সকালে মোবাইল ফোনের মাধ্যমে ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রো জানান, ঘটনা স্থল অত্যন্ত দুর্গম এলাকা। পাশাপাশি রাত বেশি হওয়ায় সেখানে মোবাইল নেটওয়ার্ক বিছিন্ন থাকার কারণে উদ্ধারকারী দল রাতে অভিযান পরিচালনা করতে ব্যর্থ হয়। পরে সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করার কার্যক্রম চলছে বলে জানান। আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার তবিদুর রহমান জানিয়েছেন, আলীকদমের দো’ছড়ি এলাকার সাইংপ্রা ঝর্ণা থেকে পড়ে মোহাম্মদ আতাহার ইসরাক রাফি নামে এক টুরিস্ট অপারেটরের মৃত্যু হয়েছে। বাকিরা সবাই নিরাপদে আছেন বলে খবর পেয়েছি। লাশটি আলীকদম সদরে নিয়ে আসলে বিস্তারিত জানা যাবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত