
আলীকদম প্রতিনিধি।
পার্বত্য চট্টগ্রামে গুম, খুন ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দেশবিরোধী অপপ্রচার বন্ধের দাবিতে বান্দরবানের আলীকদমে সংবাদ সম্মেলন করেছে সিএইচটি সম্প্রীতি জোট।
রবিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টায় আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব রক্ষা ও দুর্গম এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি। পাহাড়ে শান্তি বিনষ্টকারী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে উন্নয়ন ব্যাহত হবে।
সংগঠনের মুখপাত্র পাইশিখই মার্মা বলেন, কিছু আঞ্চলিক সংগঠনের দেশবিরোধী অপপ্রচার জাতীয় নিরাপত্তা ও সম্প্রীতির জন্য হুমকি। এ বিষয়ে রাষ্ট্রকে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য, শিক্ষা, সড়ক যোগাযোগ, সুপেয় পানি, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক উন্নয়ন, জুম চাষিদের অধিকার রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এছাড়া পাহাড়ি অঞ্চলের নিরাপত্তা জোরদার ও সংসদীয় আসন বৃদ্ধি করার দাবি জানানো হয়।
আলীকদম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ পাহাড়ে শান্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনটি শেষ হয়।