লামা (বান্দরবান) প্রতিনিধি |
বান্দরবান জেলার আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলন বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জামাল উদ্দিন, সহ-সভাপতি পদে দুংড়ি মং মার্মা ও সাধারণ সম্পাদক পদে অংশেথোয়াই মার্মা নির্বাচিত হন। দীর্ঘ ৫ বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষ্যে আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল সামিয়ানা তৈরী করেন সম্মেলন প্রস্তুতি কমিটি।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। উদ্বোধনী বক্তব্য দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা। এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেবী ইসলাম, যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাশ ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর প্রমুখ। সম্মেলন শেষে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সভাপতি, সহ-সভাপতি ও সাধণণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এদিকে আগামী ১৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করে বান্দরবান জেলা কমিটি বরাবরে প্রেরণ করা হবে বলে জানান, নব নির্বাচিত সভাপতি মো. জামাল উদ্দিন।
উল্লেখ্য, বিগত ২০১৮ খ্রিস্টাব্দের ২৮ ফেব্রুয়ারি আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মংব্রাচিং মার্মা ও সাধারণ সম্পাদক হন দুংড়িমং মার্মা।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত