আলীকদম প্রতিনিধি |
বান্দরবানের আলীকদমে লামা বন বিভাগের আওতাধীন বাজারের পশ্চিমে অবস্থিত মাতামুহুরী রেঞ্জের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারে আগুনে লেগে সব পুড়ে গেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে কোয়ার্টারটিতে আগুনের সূত্রপাত হয়। তবে কী কারণে আগুন লেগেছে তাৎক্ষণিক জানা যায় নি।
তবে স্থানীয়রা ধারণা করছেন, পরিত্যক্ত ওই ঘরে মাদকসেবীদের রাতে আনাগুনা ছিল। তাদের রেখে যাওয়া বিড়ি সিগারট সেবনের সরঞ্জামের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মাতামুহুরি রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কাশেমের সাথে কথা বলে জানা যায়,রাত ১টার দিকে মাতামুহুরী রেঞ্জের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারে আগুন দেখতে পাই । আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিই, ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ঐ পরিত্যক্ত ভবনে ২ জন পাগল ঘুমাত, হয়ত তাদের খাওয়া সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পার।
আলীকদম ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুল কাদের বলেন, মাতামুহুরী রেঞ্জ অফিসের স্টাফ কোয়ার্টার ঘরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। বিড়ি সিগারটের আগুন থেকে অগ্নিকাণ্ড হতে পারে। এতে একটি ডাম্বার গাড়ি ক্ষতিগ্রস্ত ও টিনসেট ঘর সম্পূর্ণ পুড়ে যায়। যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৫-৬ লাখ টাকা।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত