প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
আলীকদম সেনাবাহিনীর উদ্যোগে ইয়াংছা এলাকার দুস্থ মানুষের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ
মুহাম্মদ এমরান, ইয়াংছা |
বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা জিনামেজু অনাথ আশ্রম এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চিকিৎসা সহায়তার লক্ষ্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পেইনে দুঃস্থ, অসহায় ও গরীবদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ঔষুধ বিতরণ করা হয়। আলীকদম সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইয়াংছা আর্মি ক্যাম্পের আওতাধীন ক্যাম্পেইনে ৯২ জন পুরুষ, ১০২ জন মহিলা এবং ২৩ জন শিশুসহ সর্বমোট ২১৭ জন ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় আলীকদম সেনাবাহিনীর মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আশরাফুল ইসলাম বর্তমান সময়ে ডেঙ্গু, ম্যালেরিয়া প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত ধারণা সহ সচেতন থাকার জন্য সর্তক করেন। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রেখে মাদকদ্রব্য পরিহার এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখে বসবাস করার আহবান জানান তিনি। এ সময় তিনি আরোও বলেন, ভবিষ্যতে আলীকদম জোন কর্তৃক এ ধরণের মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি জনগণকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে এলাকায় শান্তি, শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আশরাফুল ইসলাম।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত