বান্দরবান জেলার লামা উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে অবহেলিত ও বঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) উপজেলার ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রমের টেকনিক্যাল ইনস্টিটিউট শুভ উদ্বোধনের পর িএক মতবিনিময় সভা শেষে এসব প্রদান করা হয়।
জীনামেজু অনাথ আশ্রমের অধ্যক্ষ ভদন্ত: উ: নন্দমালা থের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আলীকদম সেনাবাহিনীর ৩১-বীর এর জোন কমান্ডার লে. কর্ণেল মো. সাব্বির হাসান, পিএসসি। এ সময় ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি জোন কমান্ডার লে. কর্ণেল মো.সাব্বির হাসান পিএসসি বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রিতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। আলীকদম সেনাবাহিনী আলীকদম ও লামা উপজেলার দুর্গম পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি জনগোষ্ঠীর মানুষের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করছে। এ ধারাবাহিকতায় বনপুর-সাঙ্গু মৌজায় অবহেলিত ও বঞ্চিত ছাত্র ছাত্রীদের শিক্ষার উন্নয়ন ঘটাতে আলীকদম সেনাবাহিনীর সার্বিক তত্বাবধানে জীনামেজু উচ্চ বিদ্যালয়টি নির্মাণ করা হয়। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সাধারণ জনগণের পাশে থেকে যেকোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে। পরে উপজেলার ইয়াংছা এলাকার জীনামেজু অনাথ আশ্রমের ১২ জন ছাত্র ও ৭০ জন ছাত্রী এবং ওই এলাকার ৭ জন পুরুষ ও ১০৭ জন মহিলাসহ শিশুদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ও ঔষধ বিতরণ করেন জোন কমান্ডার মো. সাব্বির হাসান পিএসসি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত