শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি|
আর্তমানবতার সেবায় অসহায় শিক্ষার্থীদের শীতের কম্বল নিয়ে পাশে দাঁড়ালেন গর্জনিয়া বড়বিলের আল নজির ফাউন্ডেশন। (রবিবার ১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার সময় বড়বিল এমদাদিয়া আজিজুুল উলুম মাদ্রাসার মাঠে শীতের কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে কম্বল তুলে দেন হেফাজতে ইসলাম বাংলাদশের আমীর আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী। তিনি বলেন, অসহায়দের পাশে দাড়ানো সকল মুসলিম নাগরিকের দায়িত্ব। সরকারের পাশাপাশি এসব নেককার মুলক কাজে সকল মুসলিম নাগরিককে এগিয়ে আসার জন্য আহ্বান ও জানান তিনি। আল নজির ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাকের পরিচালনায় সভাপতিত্ব করেন আল- নজির ফাউন্ডেশনের পরিচালক আল্লামা ডঃ শাইখ হারুন আজিজি নদভী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম কক্সবাজার জেলা সদস্য সচিব মাওলানা ইয়াসিন, হাফেজ আজিজুুল হক মাক্কী, মাওলানা কেফায়তুল্লাহ, মাওলানা আবদুল গফুর মাওলানা মুফতি রিদুয়ানুল হক হাফেজ মাওলানা আবদুল্লাহ প্রমুখ। উল্লেখ বিতরন অনুষ্ঠানের পাঁচ শতাধিক অসহায় গরীব শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয় ।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত