পাহাড়ের কথা ডেস্ক |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপি যে এক দফার দাবি তুলেছে, তার বিপরীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও এক দফা দিয়েছেন। তিনি বলেছেন, শেখ হাসিনার সরকারের আমলেই নির্বাচন হবে এবং তিনি ছাড়া (শেখ হাসিনা) কোনো নির্বাচন হবে না।
বুধবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ। আমাদেরও এক দফা শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না। নির্বাচন শেখ হাসিনার সরকারের আমলেই হবে, শেখ হাসিনাই নেতৃত্ব দেবেন।