লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলার ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থী ২০২৬ ও নবম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ফাসিয়াখলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য মুক্তিযোদ্ধা ছলিমুল হক চৌধুরী, জাহানারা আরজু, আব্দুল হামিদ, জসিম উদ্দিন, ইয়াংছামুখ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নাজেম উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা বৃন্দ অতিথি ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজ উদ্দীন।