ঈদগাঁও প্রতিনিধি |
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী মহাসড়ক অংশে সড়ক দুর্ঘটনায় ছৈয়দ আলম নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। রবিবার (৬ অক্টোবর) দিনগত রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ছৈয়দ আলম চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষর্শী স্থানীয় ব্যবসায়ী বশির আলম জানান, কক্সবাজারমুখী বাঁশবাহী একটি জিপ গাড়ি সড়কে আগ থেকে অবস্থান করছিল। হঠাৎ পেছন থেকে আসা অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে জিপের পেছনে ধাক্কা দিলে জিপে থাকা বাঁশ অটোরিকশা চালকের শরীরের এপাশ থেকে প্রবেশ করে ওপাশ দিয়ে বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশা চালক।
ঈদগাঁও থানার (ওসি) মছিউর রহমান দুর্ঘটনা ও মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। এতক্ষণে তারা ঘটনাস্থলে পৌঁছেছে। রিপোর্ট লিখা পর্যন্ত লাশ ঘটনাস্থলেই ছিল।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত