ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে ইদগাঁও স্টেশন থেকে বাড়ী ফেরার পথে কলেজ গেইট এলাকায় এ দূর্র্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২১) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২০)। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।