1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে চার মাসেও বই পায়নি শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

ঈদগাঁও প্রতিনিধি |

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার চার সহস্রাধিক মাদ্রাসা শিক্ষার্থী চলতি বছরের পঞ্চম মাসেও কোনো বই পায়নি। এ নিয়ে অভিভাবকরা শিশুদের শিক্ষা জীবন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জানা যায়, জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার অনুমোদিত ও অনুমোদনহীন ছোট বড় ২৭টি মাদ্রাসার ইবতেদায়ী শাখার চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কোমলমতি চার সহস্রাধিক শিশু শিক্ষার্থী এখনো কোনো বই পায়নি। যার কারণে শিশুদের সম্ভাবনাময়ী শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে।

সচেতন অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, চলতি শিক্ষাবর্ষের পাঁচ মাস অতিবাহিত হতে চলছে। আগামী মাসে অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠানে বোর্ড কর্তৃক নির্দেশনা রয়েছে। পাঠ্য পুস্তক ছাড়া কি শিক্ষা নিয়ে শিশুরা পরীক্ষায় অংশ নেবে তা নিয়ে প্রশ্ন তুলেন ।

এ বিষয়ে জানতে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভীর সাথে যোগাযোগ করা হলে জানান, বিগত চার মাসেও ইবতেদায়ী চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কোন বই পাননি। যার কারণে পাঠদান চরম ব্যাহত হচ্ছে।

ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ নজিবুল ইসলাম জানান, পার্শ্ববর্তী সব উপজেলার শিক্ষার্থীরা বই পেলেও এ উপজেলার শিশু শিক্ষার্থীরা একটিও বই না পাওয়ায় অভিভাবকরা শিক্ষকদের চরম বিরক্ত করছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত বই সরবরাহের দাবি জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ: ইসমাইল জানান, এনসিটিবি থেকে এখনো পর্যন্ত ঈদগাঁও উপজেলার জন্য বই সরবরাহ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটি জানিয়েছেন। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফার মোবাইলে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান, তাকে গুরুত্বপূর্ণ এ বিষয়টি কেউ এ পর্যন্ত অবগত করেননি। তিনি ত্বরিত এ বিষয়ে খোঁজ নিচ্ছেন । অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটি সাইদুজ্জামান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি দ্রুত এ বিষয়ে খোঁজ নিবেন জানান।

ভুক্তভোগী মাদ্রাসা প্রধানরা জানান, নবগঠিত ঈদগাঁও উপজেলায় মাধ্যমিক শিক্ষা দফতর চালু না হওয়ায় এখনো পর্যন্ত কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা দফতরের অধীনে কার্যক্রম চলমান থাকায় এ ভোগান্তি শেষ হচ্ছে না। তারা অবিলম্বে ঈদগাঁও উপজেলায় মাধ্যমিক শিক্ষা দফতর চালু ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদায়নের দাবি জানান। তবেই এ ভোগান্তি লাঘব হবে ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট