ইমরান আল মাহমুদ,উখিয়া:
কক্সবাজার-টেকনাফ সড়কের কোর্টবাজার ঝাউতলা এলাকায় ঢাকাগামী সেন্টমার্টিন হেরিটেজ স্লিপার কোচের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। নিহত ব্যক্তি রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার ফরিদ আহমদ প্রকাশ ফরিদ মিস্ত্রি।
প্রত্যক্ষদর্শীরা জানায়,রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোর্টবাজার ঝাউতলায় ফরিদ মিস্ত্রি কে টেকনাফ থেকে আসা ঢাকাগামী সেন্টমার্টিন স্লিপার কোচের একটি বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলে ফরিদ নিহত হন।
গাড়িটি কোর্টবাজার স্টেশনে পৌঁছালে জনতার হাতে আটক করা হয়। পরে বিক্ষুব্ধ জনতা গাড়ি ভাংচুর করতে দেখা যায়। মুহুর্তে পুরো স্টেশনে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উখিয়া থানা পুলিশের টিম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পরে ভাংচুর করা গাড়িটি জব্দ করে প্রথমে কোর্টবাজার উত্তর স্টেশনে নিয়ে যাওয়া হয়। এর আগে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার(উখিয়া সার্কেল) রাসেল, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ, উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী, হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম।
জব্দকৃত বাস হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান ইনচার্জ সাইফুল ইসলাম।











প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া,
সম্পাদক : মো. নুরুল করিম আরমান,
আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ