উখিয়া প্রতিনিধি |
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ কামাল উদ্দিন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর হাকিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কামাল ওই এলাকার মৃত ইলিয়াসের ছেলে। র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. জামিলুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। র্যাবের এই কর্মকর্তা বলেন, নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল তাকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে চার হাজার ইয়াবা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কামাল উদ্দিন বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে আটক কামালকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত