উখিয়ার রাজাপালং ইউনিয়নের টিএন্ডটি আদর্শ গ্রাম এলাকায় স্কুলছাত্রী শারমীনের মৃত্যু নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। নিহত শারমীনের স্বজন ও এলাকাবাসীর দাবি- তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বললেও পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর শারমীনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মঙ্গলবার (২০ জুন) গভীর রাতে এ রহস্যজনক ঘটনা ঘটে।
নিহত শারমীন উখিয়া টিএন্ডটি এলাকার আব্দু রহিমের মেয়ে। সে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলো।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, সকালে খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই আসল ঘটনা জানা যাবে বলে জানান তিনি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত