প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৩, ৪:৩৬ পূর্বাহ্ন
উখিয়ায় ১০০০০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫
র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউপিস্থ কুতুপালং বাজারের উত্তরে মেসার্স চৌধুরী ফিলিং ষ্টেশনের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় আলী জোহর নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে দেহ তল্লাশী পর ১,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় আলী জোহার (৩৪), পিতা-নুর সালাম, মাতা-লায়লা খাতুন, সাং-এফসিএন নং-১৬০৭৭৩, ক্যাম্প নং- ১/ডব্লিউ, ব্লক-ই-৭, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার। শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়।
জানা যায় আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বেই দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় মর্মে ধৃত মাদক ব্যবসায়ী স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ধৃত ও পলাতক ব্যক্তিদ্বয় পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রয় করার উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করছিল।
ধৃত ব্যক্তি ও পলাতক মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র্যাব-১৫ এর দয়িত্বশীল কর্মকর্তারা।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত