উখিয়া প্রতিনিধি |
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ক্রাইমজোন খ্যাত পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকায় লুলু আল মারজান (৩৮) নামক এক নারীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিহত লুলু আল মারজানের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লুলু আল মারজান ৭নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফের স্ত্রী ও পালংখালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নারী সদস্য।
ঘটনার খবর পেয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে।
নিহত লুলু আল মারজানের পারিবারিক সূত্রে জানা গেছে , স্থানীয় ইউচুপ নামের এক ব্যক্তি এ হত্যাকান্ড ঘটায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ইউচুপ একজন মাদক ব্যবসায়ী। এর আগেও সে র্যা বের হাতে মাদক নিয়ে গ্রেফতার হয়েছিল।
স্থানীয়রা বলছেন, মারজান এমএসএফ হাসপাতালে মিডওয়াইফ হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক বিরোধের জের ধরে তাঁকে জবাই করে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, নিহত লুলু আল মারজানের লাশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত