কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র সহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠি আরসার এক সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন। ১৬ আগস্ট, বুধবার দুপুর ১ টার দিকে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লক থেকে এই সন্ত্রাসীকে আটক করা হয়। আটক নুর হাকিম (২৭), ৮ নম্বর ক্যাম্পের ডি ব্লকের মো. তসমিরের ছেলে এবং আরসার শীর্ষ সন্ত্রাসীদের একজন বলে জানিয়েছেন, ১৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ।
তিনি আরও জানান, নিয়মিত টহল দল একটি ওয়ান শুটার গান, ওয়্যারলেস চার্জার, এক রাউন্ড শর্টগানের গুলি সহ নুর হাকিমকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করার প্রস্তুতি চলছে।