1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সারসহ আটক ১০ পাচারকারী থানচির দুর্গম পাহাড়ি এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ বান্দরবানে শতাধিক শিক্ষার্থীরা পেলেন এপেক্স ক্লাব’র শিক্ষা উপকরণ লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক খাগড়াছড়িতে অপহরণের ৭ দিন পর চবি’র ৫ শিক্ষার্থী মুক্ত

উত্তর চাকঢালা স: প্রা: বিদ্যালয়ে শিক্ষকদের সাব ক্লাস্টার প্রশিক্ষণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি | 

দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নাইক্ষ্যংছড়িতে পূনরায় শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাব ক্লাস্টার প্রশিক্ষণ। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় উত্তর চাকঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার ৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২৯ জন শিক্ষকদের নিয়ে দিনব্যাপী এ সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সাব-ক্লাস্টার প্রশিক্ষণের দায়িত্ব হিসেবে ছিলেন উপজেলা সহকারী ( ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার আকতার উদ্দিন ও উত্তর চাকঢালা স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিহা সুলতানা। এ সাব-ক্লাস্টার প্রশিক্ষণে অংশগ্রহণ বিদ্যালয় গুলো হলো, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের উত্তর চাকঢালা সরকারি প্রা: বিদ্যালয়, আশারতলী সরকারি প্রা: বিদ্যালয়, জামছড়ি সর: প্রা: বিদ্যালয়, কম্বোনিয়া স: প্রা: বিদ্যালয় ও বানিয়াঝিরি স: প্রা: বিদ্যালয়। শিক্ষা অফিস সূত্রে জানাযায়, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৩টি ক্লাস্টারে ১০টি সাব-ক্লাস্টার কার্যক্রম শুরু হয়েছে। প্রতি সাব-ক্লাস্টার ৪-৫টি বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে উপজেলার সহকারী (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার আকতার উদ্দিনরে প্রশিক্ষণ পরিচালনার দায়িত্বে সাব-ক্লাস্টার প্রশিক্ষণ শুরু হয়। ৩ মাস অন্তর বছরে ৪ বার এ প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণটি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ে চলমান থাকবে। এই প্রশিক্ষণ গত ২০ জানুয়ারি শুরু হয়েছে এবং আগামী ৩০ জানুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে।

প্রশিক্ষণার্থী শিক্ষিকা ‘সাবিহা সুলতানা’ জানান, ”সরকারি কর্মচারী আচরণ শৃঙ্খলা ও আপিল বিধিমালা, নিয়মিত উপস্থিতি এবং ছুটি বিধি সম্পর্কে মৌলিক ধারণা” এসব বিষয় বস্তু নিয়ে আজকের সাব- ক্লাস্টার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দীর্ঘ বছরের পর এ প্রশিক্ষণ পূনরায় চালু হওয়াতে শিক্ষকদের মাঝে খুশির আমেজ দেখা যায়।

এ বিষয়ে উপজেলার সহকারী (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার আকতার উদ্দিন জানান, বিগত সরকারের আমলে এই সাব ক্লাস্টার প্রশিক্ষণ বন্ধ করে দেয়া হয়েছিল। বর্তমান সরকার এসে সেই প্রশিক্ষণ ব্যবস্থা আবার চালু করেছেন। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সবচেয়ে কার্যকরী প্রশিক্ষণ হলো এ সাব-ক্লাস্টার প্রশিক্ষণটি। এই প্রশিক্ষণ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ বিবেচিত হবে বলে মনে করি।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি সাব-ক্লাস্টার প্রশিক্ষণ শুরু হয় নাইক্ষ্যংছড়ি মডেল স: প্রা: বিদ্যালয়ে। প্রশিক্ষণটি পরর্বতীতে নাইক্ষ্যংছড়ি বিজিবি স: প্রা: বিদ্যালয়ে। এ ফলপ্রসূ প্রশিক্ষণটি ৩০ জানুয়ারিতে শেষ হবে বলে জানাযায়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট