নিজস্ব প্রতিবেদক।
সরকারি নিবন্ধিত অরাজনৈতিক যুব উন্নয়নভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নুরজাহান ইয়াছিন মেমোরিয়াল ইয়ুথ ফাউন্ডেশন উদ্যোগে, যুব উন্নয়ন অধিদপ্তরের আর্থিক সহায়তায়, বেকারত্ব কমানোর লক্ষ্যে ৬ দিনের গাভী পালন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮/১১/২০২৫ তারিখ থেকে ২৩/১১/২০২৫ তারিখ পর্যন্ত,অনুষ্ঠিত ৬ দিনের গাভী পালন প্রশিক্ষণে, পটিয়া উপজেলার ৩০ জন বেকার যুবক যুবতী অংশগ্রহণ করছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা পারিবারিকভাবে গাভী পালণে দক্ষতা অর্জন করে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করবে মনে করেন আয়োজনরা।
জানা গেছে :প্রশিক্ষণকালীন প্রত্যেককে ৬০০ টাকা যাতায়াত ভাড়া এবং প্রশিক্ষণ শেষে সরকারি স্বীকৃত সার্টিফিকেট দেওয়া হবে।
এ শিক্ষামূলক উদ্যোগ পটিয়ার যুবক যুবতীরা আর্থিক দক্ষতা বৃদ্ধি আর কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে, যা তাদের নিজস্ব সমাজে শক্তিশালী ভূমিকা রাখার পথ প্রশস্ত করবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন (আফমাস) বলেন, বর্তমান বিশ্ব অর্থনীতিতে চাকরির সুযোগ খুবই সীমিত, এই সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এই সংকট থেকে উত্তরণে যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ হচ্ছে গুরুত্বপূর্ণ উপায়। সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও সম্পদশালীদের এগিয়ে আসলেই, একটি সুখী, সম্মৃদ্ধ বেকারত্বহীন বাংলাদেশ গঠন করতে পারবো।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত