কক্সবাজার প্রতিনিধি |
কক্সবাজারের টেকনাফে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর শোক পালন করায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৬ জন নেতাকে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার (১৬ আগস্ট) দুপুরে টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা হলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ (৫০), সহ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী (৫৫), কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তারেক মোহাম্মদ রনি (৩৭), সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সহ সভাপতি শফি উল্লাহ (৫৫), সহ সভাপতি শফিকুর রহমান (৪৯) ও ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি সৈয়দ আলম (৫০)।
তার মধ্যে মোর্শেদ ও রণি কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর ছেলে এবং জাবেদ ইকবাল চৌধুরী টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি।
জানা গেছে, গত শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গোদারবিলের একটি মসজিদে শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট শোক দিবস পালন এবং পরে কাঙালি ভোজের আয়োজন করেন। এ খবর দ্রুত ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই ৬ জনকে গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের টেকনাফ উপজেলার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ৬ জন নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তাদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শনিবার দুপুরে কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়। অভিযান অব্যাহত রয়েছে।