কক্সবাজার শহর থেকে ৫ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (১ এপ্রিল) বিকেলে কক্সবাজার পৌরসভার আলির জাঁহাল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা। আটকৃতরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং, কাঞ্জর পাড়া এলাকার জিয়াবুল ইসলাম ও তার স্ত্রী।
এ ঘটনায় উপ-পরিদর্শক মো. তায়রীফুল ইসলাম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। উপ-পরিচালক আরও বলেন, জেলায় মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত