কক্সবাজার প্রতিনিধি ।
বগুড়া জেলায় ৩য় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামি শামীম হোসেনকে কক্সবাজার সদরের রুমালিয়ারছড়া এলাকা থেকে ইয়াবাসহ আটক করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (৭ মার্চ) র্যাব-১৫ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ১৫ কক্সবাজারের (ভারপ্রাপ্ত)অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।
এ সময় তিনি জানান, আসামি শামীম হোসেন কৌশলে ভিকটিমের পায়ের সেন্ডেল নিয়ে ভূট্টা ক্ষেতের ভেতরে ঢুকে যায়। তখন তার সেন্ডেলের জন্য ভূট্টা ক্ষেতের ভেতরে প্রবেশ করলে আসামি শামীম ভিকটিমের মুখে কাপড় গুজে জোরপূর্বক ধর্ষণ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত মো. শামীম হোসেন ভিকটিমকে ধর্ষণের বিষয়টি স্বীকার করে বলে জানান মেজর সৈয়দ সাদিকুল হক।
এ ব্যাপারে মাদক ও ধর্ষণ মামলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।