1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

কক্সবাজারে ফেসবুকে নারীর ছবি, ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে টাকা নেন তাঁরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৫০৮ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি |

ফেসবুকে নারীর ছবি, ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন জহিরুল ইসলাম ও মো. সরোয়ার। আজ বৃহস্পতিবার র‌্যাব-৭–এর একটি দল কক্সবাজারের পেকুয়া থেকে তাঁদের গ্রেপ্তার করে। সংস্থাটি বলছে, এ পর্যন্ত তাঁরা অর্ধশত নারীর সঙ্গে প্রতারণা করেছেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভুক্তভোগী নারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে র‍্যাব দুজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা দুজন এ পর্যন্ত অর্ধশত নারীর সঙ্গে প্রতারণা করার কথা স্বীকার করেছেন।

এই র‍্যাব কর্মকর্তা জানান, ভুক্তভোগী এক নারী কক্সবাজারের চকরিয়ায় থাকেন। পাশাপাশি একটি এনজিওতে চাকরি করেন। আসামি জহিরুল ইসলামের সঙ্গে তাঁর গত মাসে পরিচয় হয়। তিনি নিজেকে ওই নারীর কাছে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে বিয়ের প্রস্তাব দিয়ে ওই নারীর কাছ থেকে ছবি নেন। ভুক্তভোগী সরল বিশ্বাসে ছবি দেন জহিরুলকে। তখন ওই নারীকে জানানো হয়, তাঁকে পছন্দ করেছে পরিবারের লোকজন। গত ১৬ ফেব্রুয়ারি পেকুয়া চৌমুহনী এলাকায় জহিরুল ওই নারীর সঙ্গে দেখা করেন। কথা বলার একপর্যায়ে ভুক্তভোগীর মুঠোফোন থেকে কিছু স্থিরচিত্র ও ভিডিও নিয়ে নেন। এ ছাড়া ভিডিও কলে ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ধারণ করে রাখেন জহিরুল। ওই ছবিগুলো বিভিন্ন লোকজনকে দেওয়ার ভয় দেখিয়ে হোয়াটসঅ্যাপ ও ইমোতে ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি দিতে বলেন। আত্মসম্মানের ভয়ে ওই নারী ছবি দেন। পরে জহিরুল শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। রাজি না হলে ৫০ হাজার টাকা দাবি করেন। অন্যথায় ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার আরও বলেন, জহিরুলকে এসব কাজে সহায়তা করেন তাঁর সহযোগী সরোয়ার। ৯ মার্চ ভুক্তভোগী নারীর চাচাতো ভাইয়ের কাছে স্থিরচিত্রগুলো পাঠান জহিরুল। এ পর্যন্ত তাঁরা অর্ধশত নারীর সঙ্গে এ ধরনের প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁদের মুঠোফোন থেকে অসংখ্য নারীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট