1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

কক্সবাজারে বায়ু বিদ্যুৎকেন্দ্র চালু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৯৭ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বেসরকারি উদ্যোগে নির্মাণ হচ্ছে একটি বায়ু বিদ্যুৎকেন্দ্র। ৬০ মেগাওয়াট ধারণক্ষমতার এ কেন্দ্রে গত বুধবার থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

গত বুধবার বিকেলে বায়ু বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন ও বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই- ইলাহী চৌধুরী। এখানে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কক্সবাজারের চাহিদা পূরণ সম্ভব জানিয়ে তৌফিক-ই-ইলাহী সাংবাদিকদের বলেন, সরকার বেসরকারি খাতে বায়ু বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করছে। দেশের বিদ্যুতের চাহিদার জোগান দিতে সরকার বেসরকারি খাতে আরও বায়ু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সুযোগ দিচ্ছে। খুরুশকুলের এই প্রকল্প চলতি বছরের ডিসেম্বরে পুরোপুরিভাবে (৬০ মেগাওয়াট) চালু হবে। এখন পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে।
চীনের অর্থায়নে বায়ু বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করছে ইউএস–ডিকে গ্রিন এনার্জি বাংলাদেশ লিমিটেড নামে বেসরকারি একটি প্রতিষ্ঠান। ৯০০ কোটি টাকার এ প্রকল্পের সব যন্ত্রপাতি আনা হয়েছে চীন থেকে। ২০২২ সালের ৩১ মার্চ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ইউএস–ডিকে গ্রিন এনার্জি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম খান বলেন, প্রকল্প এলাকায় বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ২২টি টারবাইন পর্যায়ক্রমে স্থাপন করা হবে। ইতিমধ্যে ১০টি টারবাইন স্থাপন করা হয়েছে। প্রতিটি টারবাইন থেকে দৈনিক গড়ে তিন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ হিসাবে ১০টি টারবাইন থেকে উৎপাদিত হচ্ছে ৩০ মেগাওয়াট।
প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, ১২০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এ জন্য আরও ২০টি টারবাইন স্থাপন করতে হবে। পরিবেশবান্ধব এ বায়ু বিদ্যুৎ প্রকল্পের টারবাইন স্থাপনের জন্য খুরুশকুলসহ পাশের দুটি ইউনিয়ন পিএমখালী ও চৌফলদণ্ডীতে জমি নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী (বিতরণ) আবদুল কাদের গণি বলেন, জেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা ১৫০ মেগাওয়াট। খুরুশকুলের বায়ু বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে লো ভোল্টেজ সমস্যা সমাধানের পাশাপাশি লোডশেডিং কমে আসবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট