কক্সবাজারের মেরিন ড্রাইভের হিমছড়িতে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট এবং বিদেশি সাবানসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। রবিবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে হিমছড়ি চেকপোস্ট থেকে এসব সিগারেট ও সবান জব্দ করা হয় বলে জানিয়েছেন হিমছড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমেল রায়। হিমেল রায় জানান, টেকনাফ থেকে একটি পিকআপে যোগে এই অবৈধ সিগারেট ও বিদেশি সাবান গুলো কক্সবাজার শহরের উদ্দেশ্যে পাচারকালে চেকপোস্টের সামনে আসে গাড়িটি কে সন্দেহ জনক মনে হলে একপর্যায়ে পুলিশ তল্লাশি করে সিগারেট এবং সাবান ও পিক আপ সহ জব্দ করে। এ সময় ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
তারা হলেন, উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নে পশ্চিম ধুরুংখালী গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ আবছার ও একই গ্রামের আব্দুস সালামের পুত্র মোহাম্মদ ফেরদৌস।পরে জব্দকৃত সিগারেট বিদেশি সাবান গুলো উদ্ধার করে রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানায় হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমেল রায়। তিনি আরো জানান পলাতক মোহাম্মদ আবছার ও মোহাম্মদ ফেরদৌস কে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত