1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ:
মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সারসহ আটক ১০ পাচারকারী থানচির দুর্গম পাহাড়ি এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ বান্দরবানে শতাধিক শিক্ষার্থীরা পেলেন এপেক্স ক্লাব’র শিক্ষা উপকরণ লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক খাগড়াছড়িতে অপহরণের ৭ দিন পর চবি’র ৫ শিক্ষার্থী মুক্ত

কক্সবাজারে শিশুর মরদেহ কবর থেকে উত্তোলন: সৎ মাকে আসামি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি।

 

কক্সবাজারের টেকনাফে আদালতের আদেশে মৃত্যুর ১৩ দিন পর কবর থেকে এক শিশুর মৃতদেহ উত্তোলন করেছে পুলিশ। যাকে নির্যাতন করে হত্যার অভিযোগে সৎ মাকে আসামি করে ভুক্তভোগী ওই শিশুটির এক মামা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতঘরিয়া পাড়ার স্থানীয় কবরস্থান থেকে শিশুটির মৃতদেহ উত্তোলন করা হয় বলে জানান টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল ফারুক।

নিহত মো. ফাহিম (৩) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার মো. হেলাল উদ্দিনের ছেলে। মামলার প্রধান আসামি শাকিলা আক্তার নিহত শিশুর সৎ মা।

মামলার নথির বরাতে এসআই আব্দুল্লাহ আল ফারুক বলেন, ভুক্তভোগী শিশু মো. ফাহিমের মা রোকেয়া বেগম গত দেড় বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। এরপর গত বছরখানেক আগে তার বাবা সৎ মা শাকিলা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই সৎ মা তার সৎ সন্তানদের শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।

“মামলার বাদীসহ স্থানীয়রা জানিয়েছে, ৩ মাস আগে ফাহিমের বাবা হেলাল উদ্দিন সৌদি আরবে চাকুরি করতে যান। বাবার অনুপস্থিতিতে সৎ সন্তানদের উপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। ”

নথির তথ্য উল্লেখ করে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, “গত ২২ ফেব্রুয়ারি দুপুরে বাড়িতে শিশু ফাহিমের রহস্যজনক মৃত্যু হয়। ওইদিনই তড়িঘড়ি করে শিশুটির মৃতদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। পরে শিশুটির মৃত্যুর দুইদিন পর গত ২৪ ফেব্রুয়ারি মোহাম্মদ আলমগীর বাদী হয়ে হত্যার অভিযোগে সৎ মা শাকিলাকে প্রধান আসামি করে আদালতে মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় আরও ৪ জনকে। ”

আব্দুল্লাহ আল ফারুক বলেন, ” গত ২৫ ফেব্রুয়ারি এ মামলাটি তদন্তের স্বার্থে শিশুটির মৃতদেহ কবরস্থান থেকে উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য আদালতে আবেদন জানানো হয়। ওইদিন আদালত মৃতদেহটি উত্তোলন করার আদেশ দেন। ”

“মঙ্গলবার দুপুরে আদালতের আদেশে হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার স্থানীয় কবরস্থান থেকে মো. ফাহিমের মৃতদেহ উত্তোলন করা হয়েছে। ”

মামলার এ তদন্ত কর্মকর্তা জানান, কবরস্থান থেকে শিশুটির মৃতদেহ উত্তোলনের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরে বিকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট