কক্সবাজার শহরে দাপিয়ে বেড়ানো সালমান বাহিনীর প্রধান সোলাইমান ওরফে সালমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে সদর থানা পুলিশ শহরের আলিরজাহাল সূর্যের হাসি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সালমান অর্ধ ডজন মামলার পলাতক আসামি।
অভিযানে নেতৃত্ব দেওয়া এএসআই হেলাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সোলাইমান ছিনতাই, হত্যা, ডাকাতি এবং সন্ত্রাসী কার্যক্রমসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চুরি, অস্ত্র, ডাকাতি, হত্যা, ছিনতাইসহ পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার সালমান একজন সন্ত্রাসী। তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত