কক্সবাজার প্রতিনিধি |
কক্সবাজার সদর উপজেলায় হালিমা আকতার নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার দিনগত রাতে উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হালিমা ৭ নম্বর ওয়ার্ডের বদিউল আলমের মেয়ে। সে চৌফলদন্ডী হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, হালিমা ঘটনার ছয় দিন আগে পাশের ঈদগাঁও ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে বড় বোনের শশুর বাড়িতে বেড়াতে যায়। সেখানে তার একটি স্বর্ণের চেইন হারিয়ে যায়। চেইন হারিয়ে যাওয়ার বিষয়টি বড় বোন মুঠোফোনে বাবা-মাকে জানান। পরে তারা পরদিন তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর তাকে তার সৎ মা ও বাবা মিলে বকাঝকা করে। এতে ক্ষুব্ধ হয়ে নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আমানুল হক আমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জানালা থেকে উঁকি দিয়ে ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।
কক্সবাজার সদর মডেল থানার সাব ইন্সপেক্টর শফিকুর রহমান জানান, খবর পেয়ে ওসির নির্দেশে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত