ইমাম খাইর, কক্সবাজার |
আগামী শনিবার (১৮ মার্চ) কক্সবাজারে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হাইয়ার এডুকেশ ফেয়ার।
শহরের কলাতলীর হোটেল ইউনি রিসোর্টে এ মেলায় UK, USA, CANADA, AUSTRALIA এবং MALTA’র ১০০ টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।
Scholarship, দ্রুত Offer Letter, IELTS Registration এ ক্যাশব্যাকসহ আরও বিভিন্ন আকর্ষণীয় অফার থাকবে। সকাল ১০ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অনুষ্ঠিতব্য মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
হাইয়ার এডুকেশ ফেয়ার আয়োজন করছে সবুজ গ্লোবাল এজুকেশন, যা এসজি এজুকেশন নামেও পরিচিত। এটি ব্রিটিশ কাউন্সিল অনুমোদিত একটি উচ্চশিক্ষা সেবাদানকারী প্রতিষ্ঠান। কোম্পানীটি যুক্তরাজ্যে ২০১০ সাল থেকে দীর্ঘ ১২ বছরের ও বেশি সময় ধরে সেবা প্রদান করছে। বর্তমানে বাংলদেশে তাদের ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং পৃথিবীর বিভিন্ন দেশ, যেমন- ইন্ডিয়া, দুবাই, নাইজেরিয়াসহ আরও বিভিন্ন দেশে অফিস রয়েছে।
তারা ফ্রি কাউন্সেলিং, ফাইল মূল্যায়ন, ভর্তি প্রসেসিং, ইন্টারভিউ প্রস্তুতি, ভিসা নির্দেশিকা, আবাসন সহায়তা এবং স্কলারশিপের মাধ্যমে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, মাল্টা’র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সহায়তা করে।