কক্সবাজারে আবাসিক হোটেল থেকে সাইফ উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে জেলা শহরের হলিডের মোড়ে ‘সানমুন আবাসিক হোটেলে’র ২০৮ নম্বর কক্ষে ওই নেতার মরদেহ পাওয়া যায়। সাইফ উদ্দিন পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক। তার বাড়ি শহরের ঘোনার পাড়া এলাকায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওই নেতার মরদেহ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আছে।’
ওসি বলেন, ‘কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখনো তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্রাইম সিনের টিম আসছে।’ সূত্র- দৈনিক বাংলা