তিনি বলেন, হোটেল বিলকিস এর প্রকৃত মালিক আমার বাবা চকরিয়া উপজেলার বদরখালী ইউপির মাতারবাড়ী পাড়া এলাকার মৃত হাজী ছদর আহমদ। তার মৃত্যুতে আমার দুই ভাই ও আট বোন হোটেলটির মালিক হই। বর্তমানে হোটেলটির মার্কেটের অংশের মালিকানা নিয়ে দখলে আছেন দুই ভাই মৃত ছালেহ আহমদ সিকদারের ওয়ারিশ এবং মো: আলী। আর আবাসিক হোটেলের অংশের মালিকানা নিয়ে গত ১২/১৩ বছর ধরে ভোগ দখলে আছি আমরা ৮ বোন। আমাদের পক্ষে হোটেল দেখভাল করেন ওয়ারিশগণ। সম্প্রতি আবাসিক হোটেলটিও দখলে নিতে আমাদের ছেলেদের উপর দফায় দফায় হামলা চালিয়েছে দুই ভাইয়ের ছেলে ও একভাই মো: আলী।
তিনি বলেন, খোকনের বিরুদ্ধে হোটেল আল ছিদ্দিক রেস্তোঁরার মালিক আবু তাহেরের প্রায় ৩৯ হাজার সৌদি রিয়াল আত্মসাৎ'র অভিযোগ আছে। গত শুক্রবার রাতে বিলকিস মার্কেটের সামনে তাকে দেখতে পেয়ে আবু তাহের ও তার ছেলে ‘ছাদ’ টানা হেঁছড়া করে খোকনকে তাদের হোটেলে নিয়ে যায়। সেখানে এক শালিসে বৈঠক হয়। বৈঠকে টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণ হলে কয়েক কিস্তিতে টাকা পরিশোধের আশ্বাস দিয়ে লিখিত কাগজ দেন খোকন। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে কথিত অপহরণ করার নাটক সাজাচ্ছে এবং আমাদের নামে মিথ্যা মামলা দায়েরের চেষ্টা চালাচ্ছে। আমরা তিব্র নিন্দা জানাচ্ছি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত