দলের সিদ্ধান্ত না মেনে আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করায় আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ , নাসিমা আকতার বকুল , আকতার কামাল , আমিনুল ইসলাম মুকুল , আবছার কামাল , ওসমান সরওয়ার টিপু , ওমর সিদ্দিক লালু, জাফর আলম হেলালী , জাহেদা আকতার , শাহাব উদ্দিন শাহেদ , সাইফুল ইসলাম মিটন ও আবদুল্লাহ আল মামুন রিয়াদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদথেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
২২ মে ২০১৩ ইং বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না বিষয়টি সিবিএনকে মুটোফোনে নিশ্চিত করেছেন।