কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ১ লাখ ইয়াবাসহ মাদক কারবারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে রেজুআমতলী বিওপির আভিযানিক টহলদল সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ৪.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৪ নং রাজাপালং ইউপির তুলাতুলী জলিলের গোদা নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযানে ১ লাখ ইয়াবাসহ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত বশির আহম্মদের ছেলে শরিফ হোসেন (২১) নামক একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।
এছাড়া আটককৃত মাদক কারবারীকে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক ।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত