কক্সবাজার প্রতিনিধি |
কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সস্ত্রীক ধরা পড়লো ১৬ এপিবিএনের এসআই রেজাউল করিম। শুক্রবার (১৯ মে) রাতে কক্সবাজার কলাতলী ডলফিন মোড় এলাকা থেকে তাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
রিপোর্ট লেখাকালে আটক স্ত্রী মনিরা পাশাসহ এসআই রেজাউল করিম কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা।
তিনি জানান, রেজাউল করিম নামক ব্যক্তি ইয়াবাসহ ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করলে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদ করলে রেজাউল করিম ১৬ এপিবিএনে কর্মরত বলে জানান।
এদিকে, ১৬ এপিবিএনের অধিনায়ক মোঃ হাসান বারী নূরের নিকট জানতে চাইলে রেজাউল করিম তাদের ব্যাটালিয়নে এসআই পদে কর্মরত বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত