সোয়েব সাঈদ, রামু
বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ ব্যাচ ভিত্তিক সংগঠন ‘এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলা আয়োজিত ক্রিকেট টূর্নামেন্ট সিজন-২ (২০২৩-২০২৪) এর ফাইনাল খেলা শুক্রবার, ১ মার্চ সকাল ৯ টায় কক্সবাজার শেখ কামাল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সমাপনী খেলায় এসএসসি ৯৯ ব্যাচ উখিয়া উপজেলা দলের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রয়েল কিংস-৯৯।
সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম। সমাপনী খেলার উদ্বোধক হিসেবে থাকবেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।
গত ১ ডিসেম্বর কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হয়ে লীগ পর্যায়ে প্রত্যেকে প্রত্যেকের মুখোমুখি হয়ে শীর্ষ দলগুলোর মধ্যে সেমিফাইনালের পর ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। টূর্ণামেন্টে অংশগ্রহকারি সকল দলের অধিনায়ক, টিম ম্যানেজার ও খেলোয়াড়দের এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ভুট্টো’র কাছ থেকে গেইট পাস সংগ্রহ করে স্টেডিয়ামে প্রবেশসহ সমাপনী অনুষ্ঠানকে সফল করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন, এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলা’র সভাপতি মো. হাসান মাহমুদ চৌধুরী।
“এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলা টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট, সিজন-০২” এর আহবায়ক দিদারুল আলম রাজিব ও সদস্য সচিব কাজল শর্মা জানিয়েছেন- টূর্ণামেন্টে এসএসসি ৯৯ ব্যাচের সদস্যদের নিয়ে গঠিত ৬টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- বর্তমান চ্যাম্পিয়ন রয়েল কিংস ৯৯, ৯৯ ক্রিকেট-১১ চকরিয়া, উখিয়া ৯৯ ক্রিকেট একাদশ, দ্যা লিজেন্ড অব টাইটানস, বেঙ্গল ৯৯ এবং আইল্যান্ড ওয়ারিয়র্স-৯৯, মহেশখালী।
এসএসসি’৯৯ ব্যাচ কক্সবাজার জেলা সভাপতি মোঃ হাসান মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ভূট্টো জানান- ২০১১ সালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদানের মাধ্যমে কক্সবাজারে ৯৯ ব্যাচের যাত্রা শুরু হয়। এরপর থেকে চিত্তবিনোদনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচি, মেডিকেল ক্যাম্প পরিচালনা, দান/সাদকা/যাকাত ফান্ড গঠন ও বন্টন, এতিমখানা ও মাদ্রাসায় অর্থ সহায়তা ও টিন বিতরণ, শীতবস্ত্র বিতরণ, অসহায় কর্মহীন জেলেদের পাশে দাঁড়ানো, সবার আগে সরকারের সহযোগী হিসেবে নিরাপদ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করা, করেনাকালীন খাদ্যসামগ্রী বিতরণসহ নানান কর্মসূচি সফলভাবে পালন করে আসছে। এছাড়া ক্রীড়া চর্চা ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে এ সংগঠন নিয়মিত ক্রিকেট টূর্ণামেন্ট এবং অনলাইন ভিত্তিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রজন্ম’৯৯ আয়োজন অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত