কক্সবাজার প্রতিনিধি |
কক্সবাজার জেলা কারাগারে মোহাম্মদ রফিক নামক (২৯) নামক এক বন্দীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কক্সবাজার জেলা কারাগারের জেলার শওকত হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে কারাগারের বন্দী মোহাম্মদ রফিক স্ট্রোক করলে তাকে প্রথমে কারাগার হাসপাতালে ও পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে মোহাম্মদ রফিক মারা যান।
বন্দী মোহাম্মদ রফিক মাদক মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় এক বছর ধরে কারাগারে ছিলেন। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহপাড়ার মৃত নুরুল কবিরের পুত্র।
জেলার শওকত হোসেন মিয়া আরও বলেন, মৃত বন্দী মোহাম্মদ রফিক এর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সহ সকল আইনী প্রক্রিয়া সম্পন্ন করে তার লাশ বৃহস্পতিবার বিকেল পৌনে ৩ টার দিকে তার ভাই দেলোয়ার হোসেন এর কাছে হস্তান্তর করা হয়েছে
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত