কক্সবাজার প্রতিনিধি |
কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি সিআর মামলায় রফিকুল ইসলামকে এক বছরের সাজা প্রদান করে আদালত। এছাড়া আরও তার বিরুদ্ধে ৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এসব মামলায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সদর মডেল থানার ওসি।