পাহাড়ের কথা ডেস্ক |
আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভাসহ দুটি পৌরসভায় ও একটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তিনটি পৌরসভায় ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (৩ এপ্রিল) ১৭তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা, কক্সবাজার সদর পৌরসভা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ জুন ভোট।
এছাড়া তানোর পৌরসভা, টাঙ্গাইলের বাসাইল পৌরসভা ও নারায়ণগঞ্জের গোলাপদী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত ২১ জুন অনুষ্ঠিত হবে। ইসি সচিব বলেন, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পার্শ্ববর্তী জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। বিস্তারিত পরে জানাবো হবে।
-বাংলানিউজ
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত