প্রাপ্ত তথ্যে জানা যায়, কক্সবাজার পৌর শহরে উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন এলাকা খুবই কমই আছে। যেসব এলাকায় স্বাধীনতা পরবর্তী সময়ে একটি সড়ক নির্মিত হয়নি, সেখানে বিগত পাঁচ বছরে অসংখ্য সড়ক নির্মিত হয়েছে। বর্তমান মেয়র পৌরসভার তত্ত্বাবধানে এলাকার মানুষকে স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন সামাজিক বিচার আচার নিশ্চিত করেছেন। বিচ্ছিন্ন হয়ে যাওয়া অনেক পরিবারকে আবারো এক করে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। এছাড়া গত ৫ বছরে ৩৩৭ কোটি টাকার উন্নয়ন সকল মহলকে অবাক করে দিয়েছে। আগামীতে আরো ১২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পৌর কর্তৃপক্ষ প্রস্তাব করেছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে কক্সবাজার একটি আধুনিক পর্যটন নগরীতে পরিণত হবে।
অপর একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন বিগত পাঁচ বছর মুজিবুর রহমান মেয়র হিসেবে দায়িত্ব পালন করে পৌরবাসীকে যে সেবা দিয়েছেন তা অভূতপূর্ব। বিগত সময়ে যা স্বপ্ন ছিল তিনি পৌরবাসীর কাছে তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। এমন কোন ধর্মীয় প্রতিষ্ঠান নেই যেখানে মুজিবুর রহমান সহযোগিতা করেননি। মেয়র একটি সেবকের পদ। এ পদটি সঠিকভাবে ব্যবহার করেছেন বিধায় তিনি এত উন্নয়ন করতে পেরেছেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত