1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
Logo
প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৯:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ন

কক্সবাজার পৌর এলাকায় বসবাসরত রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরার হুঁশিয়ারি মেয়রের

কক্সবাজার প্রতিনিধি |
কক্সবাজার পৌরসভায় যেসব রোহিঙ্গা নানাভাবে বাস করেন তাদের দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পে ফিরে যেতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নবনির্বাচিত পৌর-মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী। মেয়র বলেন, কক্সবাজার পর্যটন শহর। এ শহরে নিরাপদ, নির্ভয়ে থাকবেন ভ্রমণকারী, পর্যটকসহ সাধারণ মানুষ। পৌরসভায় যেসব রোহিঙ্গা নানাভাবে বাস করেন তারা দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পে ফিরে যান। আমি দায়িত্ব গ্রহণের পর পৌর এলাকা জুড়ে রোহিঙ্গা বিতাড়নে অভিযান চালানো হবে।

গত রোববার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক শুভেচ্ছা ও অভিননন্দন প্রদান অনুষ্ঠানে মাহাবুবুর রহমান এসব কথা বলেন। নবনির্বাচিত পৌর-মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, পৌর এলাকার কোনো ভাড়া বাসা, ইজিবাইক, রিকশা মালিকরা রোহিঙ্গাদের ভাড়া না দিবেন না। কক্সবাজারে ছিনতাই, চুরিসহ নানা অপরাধে রোহিঙ্গারা জড়িত রয়েছেন। এসব রোহিঙ্গাদের পৌর এলাকা ত্যাগ করতে হবে।

একই সময় তিনি আবারও অবৈধ নালা দখলদার, অবৈধ পার্কিং স্টেশন পরিচালনাকারীদের নিজ দায়িত্বে সরে যেতে বলেন। স্মার্ট, আধুনিক ও পরিচ্ছন্ন পৌর শহর হিসেবে কক্সবাজারকে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজারস্থ শাপলাপুর সমিতির আহ্বায়ক নুরুল হুদা কাজল, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন, গিয়াস উদ্দিন সিকদার, অ্যাডভোকেট সোহেল রানা।

এরপর মেয়র মাহাবুব মুক্তিযোদ্ধা মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এর আগে সকালে কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন।


প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ। 

সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান

ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত