কক্সবাজার প্রতিনিধি |
কক্সবাজার সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস। এ উপলক্ষে ২৫ মার্চ ১৯৭১ এর ভয়াল কালো রাতের নৃশংস ও বর্বরোচিত হত্যাকা-ের স্মৃতিচারণ করে ২২ মার্চ ২০২৩ সকাল ১০:৩০ টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র ধর্মগ্রন্থসমূহ হতে পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
২৫ মার্চ গণহত্যা দিবস পালন কমিটি- ২০২৩ এর আহ্বায়ক এবং ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অরুন বিকাশ বড়–য়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে হবে এবং এতে করেই সেই ভয়াল কালো রাতে শহীদ হওয়া বাংলার সন্তানদের আত্মা শান্তি পাবে।
আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী। তিনি শিক্ষার্থীদের সম্মুখে কক্সবাজারে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আলোচনা করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ সেই ভয়াল কাল রাতের স্মৃতিচারণ করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ কাসেম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. অলক চক্রবর্ত্তী। এছাড়া আরো বক্তব্যর রাখেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিউলি সরকার। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসানুল ফরহাদ।